ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ৬

সিরাজগঞ্জে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ৬

সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের কামারখন্দ উপজেলার কুটিরচর এলাকায় মাইক্রোবাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৬ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার ব্রাক্ষনবয়ড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে সিএনজি চালক রাশেদুল ইসলাম (২৩), তাড়াশ উপজেলার ভাটড়া গ্রামের রমজান আলীর দুই ছেলে নুরুজ্জামান (৫১) ও তারেক রহমান (৫৫), মৃত নূর বক্সের ২ ছেলে রেজাউল করিম (৫৯) ও আব্দুল মজিদ (৪৯) এবং মৃত মহিউদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৫৬)।

এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। কামারখন্দ থানার ওসি রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রোববার দুপুরের দিকে নলকা থেকে একটি মাইক্রোবাস সিরাজগঞ্জ যাচ্ছিল। এ সময় উল্লেখিত স্থানে পৌছলে বিপরীতমুখি একটি সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ ৩ জন নিহত হন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ২ জন মারা যান এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে অপর জন মারা যান। পুলিশ তাদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,সংঘর্ষ,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত